Hajj Registration

Government Management Hajj Registration

Government Management Hajj Registration

২০২৪ সালের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন ১৫ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনার হজ নিবন্ধন ( Government Management Hajj Registration ) পবিত্র হজের নিবন্ধন বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৬ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং শেষবারের মতো নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে।

সরকারিভাবে আগামী বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ প্যাকেজের মধ্যমে হজ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

সরকারি হজ প্যাকেজের সঙ্গে সমন্বয় করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজ ঘোষণা করবে। প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ২৯ হাজার টাকা বাদে প্যাকেজের বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হজের খরচ কোনো কারণে বাড়লে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে। সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে। উড়োজাহাজের টিকিট পরিবর্তনের প্রয়োজন হলে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে নিজ দায়িত্বে টিকিট পরিবর্তন করতে হবে। সব হজযাত্রীর জন্য বিমানের ইকোনমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে।

নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। হজযাত্রীরা নিবন্ধনের আগে হজ প্যাকেজ সম্পর্কে অবহিত হয়ে নিবন্ধন করবেন, নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না। নিবন্ধনের পর হজে যেতে অসমর্থ হলে এরই মধ্যে ব্যয় করা অর্থ কর্তনের পর অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে।

হজযাত্রীর সুযোগ-সুবিধা উল্লেখ করে হজ এজেন্সি হজযাত্রীর সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন করবে। এজেন্সি তার নিবন্ধিত হজযাত্রীর সর্বোচ্চ ৫ শতাংশ প্রতিস্থাপন করতে পারবে বলে নিবন্ধনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২টি; সাধারণ প্যাকেজ মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা আর বিশেষ প্যাকেজ মূল্য: ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

Related Articles

বিশেষ হজ প্যাকেজে যা থাকবে : অতিরিক্ত অর্থ দিয়ে করে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম গ্রহণ করা হবে। মক্কায় হারাম শরিফের চত্বর হতে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল। মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা করা হবে। ১ রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। মিনায় তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা করা হবে। মিনা-আরফাত মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে আসন নিশ্চিত করা হবে। Government Management Hajj Registration 2024

এছাড়া সরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজে প্রতি কক্ষে সর্বোচ্চ ৬ জন থাকবেন। প্যাকেজ সুবিধায় অতিরিক্ত অর্থ প্রদান করে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম গ্রহণ করা যাবে।

গত বছরের তুলনায় সাধারণ প্যাকেজের ব্যয় ৯২,৪৫০ টাকা কম করা হয়। উড়োজাহাজ ভাড়া ১,৯৪,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

১ মার্চ ২০২৪ থেকে হজ ভিসা শুরু হবে। আর ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

আশকোনা হজ ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৬৯৯ জন হজযাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

প্রতিদিন চাকরির খবর পেতে এখানে দেখুনঃ সরকারি চাকরির খবর – Click Here

Financial Associate Job Circular 2024 Click Here

Back to top button