download

কাশফুল নিয়ে ক্যাপশন – কাশফুল নিয়ে স্ট্যাটাস প্রেমের কবিতা ও উক্তি

কাশফুল নিয়ে ক্যাপশন – কাশফুল নিয়ে স্ট্যাটাস প্রেমের কবিতা ও উক্তি

কাশফুল নিয়ে ক্যাপশন খুঁজে থাকেন অনেকেই। কিন্তু সুন্দর সুন্দর ক্যাপশন গুলো খুঁজে পান না। এবং অনেকেই প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর ক্যাপশন গুলো না খুঁজে পাওয়ার কারণে শুভেচ্ছা জানাতে ব্যর্থ হন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তাহলেও কাশ ফুল নিয়ে উক্তি, কবিতা, শুভেচ্ছা এবং বিভিন্ন বিষয় নিয়ে। আশা করি এ বিষয় সম্পর্কিত খুব সহজেই দেখে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। তাই কাশ ফুল নিয়ে যারা এখনো বিভিন্ন উক্তি এবং অন্যান্য তথ্য করছেন তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। যেহেতু এখন শরৎকাল এবং শরৎকাল হলো কাশফুলের সংগ্রহ। এজন্য সকলেই এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেন। তো চলুন জেনে নেওয়া যাক এখন এ বিষয়ে সম্পর্কে তথ্য।

কাশফুল নিয়ে ক্যাপশন

শরৎকাল হলো কাশফুলের সমারহের সময়। এই সময়ে গ্রামের বিভিন্ন জায়গায় এবং নদীর আশেপাশে সহ বিভিন্ন স্থানে এই কাশফুল দেখা যায়। পৃথিবীর সকল মানুষই ফুল পছন্দ করেন। কিন্তু এমন প্রাকৃতিক ফুল গুলো একসঙ্গে দেখলে অনেক সুন্দর দেখায় যা প্রত্যেকেরই মন কেড়ে নেয়। ফুল পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছেন। তাই ফুলের সময় বিভিন্ন ফুলের উক্তি, স্ট্যাটাস, ছন্দ বিভিন্ন ভাবে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ব্যবহার করে থাকেন। কিন্তু অনেকেই সুন্দর শুভেচ্ছা বাণী গুলো খুঁজে পান না। সেজন্য আমরা এখানে আমাদের শুভেচ্ছা বাণী প্রকাশ করা হলো। কাশফুল নিয়ে স্ট্যাটাস ও ছবি অন্যান্য বিষয় সম্পর্কে জেনে নিন।
1024x1536

কাশফুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস

বর্তমানে ফেসবুক একটি অত্যন্ত জনপ্রিয় সাইট। এখানে প্রত্যেকেই তাদের মনের ভাব কমবেশি প্রকাশ করে থাকেন। তাই ফেসবুকে স্ট্যাটাস দিতে এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানতে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন আশা করি এখান থেকে আপনি সকল বিষয়ে সম্পর্কে জানতে পারবেন। তাই স্ট্যাটাস সম্পর্কে জেনে নিন এবং কেমন স্ট্যাটাস সবাই পছন্দ করেন সেটিও দেখে নিই।

  • উদাসী আকাশ হাতছানি দেয়

  • ভাসবে মেঘের ভেলায়

  • সুরের ছোঁয়ায় মন রাঙাবে

  • মৃদুমন্দ পূবালী বায়

*কাশফুলেরই গন্ধে আমি বিমোহিত রই, প্রকাশ ফুল! এত সুভাষ পাচ্ছ তুমি কই?

ভোরের আকাশে শুনি আগমনী গান, কাশ ফুলেরা করছে খেলা উচ্ছ্বাসিত প্রাণ।

  • কাশফুল হচ্ছে মেয়েদের ব্যবহৃত গহনার মত,

  • যে গহনা পরে নদীর দু’ধার সৌন্দর্যে পরিপূর্ণ হয়।

কাশ ফুলের কবিতা ও স্ট্যাটাস

এই কাশফুল অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ। কাশফুল নিয়ে অনেক ব্যক্তিরা অনেক বড় বড় উক্তি এবং অনেক কিছু লিখে গেছেন। তাই এতকিছু এখানে আলোচনা করা সম্ভব নয়। সেখান থেকেই কিছু বিষয় আমরা এখানে আলোচনা করেছি।
kashful-background-1024x1536

==ক্ষেতের আলের নদীর কূলে পুকুরের ওই পারটাই হঠাৎ দেখে কাজ ফুল ফুটেছে বাস বোনের ওই ধারটায়

==ভালবাসা কাব্য শুনে কাশ ঝরছে যেই দেখি আমার সরল রানী কাশবনে আর নেই।

==কাশফুলের মায়ায় ভরিয়ে রেখো আমায়,

তাহলে আর কোনদিন ও ছেড়ে যাবো না গো তোমায়।

==বিকেলের আধো আধো রোদে, কাশফুল যেন তার সৌন্দর্য পরিপূর্ণ হয়ে ওঠে।

কাশফুল নিয়ে কবিতা

১.. শরৎ সেজে কাশফুলে

থরে বিথরে বালুচরে!

সাদা মেঘের শতদল উড়ছে

অপরূপ নীলাম্বরে

2.. কাশফুলের মায়ায় ভরিয়ে রেখো আমায়,

তাহলে আর কোনদিনও ছেড়ে যাবো না গো তোমায়।।

3.. সাদা স্রোভ্রতার কাশফুল জানান দেয়, আজ বুঝি ফিরে এলো শরৎ।

4.. কাশফুল কে ভালবেসে ভরাই আমার মন, আমার মত এমন ভালোবাসবে তোমায় কে এমন?

5.. কাশফুল চাই, এনে দিতে পারবে তুমি? না এনে দিলে তোমার সাথে আমার আড়ি।

6.. নদীর দুধ ধরে কাশফুল হয়ে ওঠে সাদা, তোমায় দেখতে নেই কোন বাধা।

7..তুমি কি প্রকৃতির অপার সৌন্দর্য অনুভব করতে চাও, তাহলে কাশ বনে যাও।

শরতের  কাশ ফুল নিয়ে উক্তি

1..সাদা শুভ্রতার কাশফুল জানান দেয় আজ বুঝি ফিরে এলো শরৎ

2..কাশফুল মানেই শরৎকালের সৌন্দর্য বৃদ্ধি।

3.. উদাসী আকাশ হাতছানি দেয় ভাসবে মেলায় ভেলায়। সুরের ছোঁয়ায় মন রাঙ্গাবে মৃদুমন্দ পূবালী রায়।

4.. তুচ্ছ তোলা পাখির মত কাশনে এক কন্যা, তুলছে কাসের ময়ূর চূড়া কালো খোপার ঝরনা।

5.. কাশফুলের সাজার শুভ্র তাই মন চায় হারিয়ে যায় অজানায়।

6..শরতের এক অন্যতম নিদর্শন হলো কাশফুল, যার দৃষ্টিনন্দন রূপ বারবার মুগ্ধ করে আমায়।

7.. সাদা রঙের কাজ ফুল দিল আজ ছুটি, তাইতো কাশফুল সব আজ মহুয়ায় বন্দী।

8.. ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই, দেখি আমার শরতরাণী কাশবনে আর নেই।

9..ভাটির দেশে শুভ্র কাশবন কেড়ে নিয়েছে মন, নদীর তীর কত যে নিবিড় মন হয় উচাটন।10..তার মুখে ভাষা নেই চোখে শুধু জল, প্রকৃতির এত আয়োজন সব হলো যে বিকল।

কাশফুলের রোমান্টিক ক্যাপশন

1..তুমি হয়তো অসংখ্য সৌন্দর্যে পরিপূর্ণ ফুল দেখেছো, তবে মন কেড়ে নিতে কাশফুল অন্যতম।

2..প্রেম নিবেদন করতে গেলে গোলাপ ফুল ব্যবহৃত হয়, কিন্তু প্রেমে করতে কাশফুলের প্রয়োজন হয়।

3..নীল আকাশে সাদা মেঘের মাঝে কাশফুল যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পরিপূর্ণতা করে তোলে।

4..হাওয়াই দোলে ফুলদল , উড়ে যেতে চাই সদরে, মায়া মমতায় আটকে আছে ,পাশাপাশি অঙ্গভঙ্গিতে।

5.. ধরাধামে নেমে এলো এলোকেশী উর্বশী, কপালেতে নীল টিপ যেন পূর্ণিমার শশী।

6.. নীল শাড়ি লাল পাড়ে শ্যামলী তন্নী মনোহারী, কাশবনের রাজকন্যা, যেন আসমানী পরী।

7.. কাশফুল তার অপরূপ সৌন্দর্য দিয়ে যেয়ে কারো মন কেড়ে নিতে পারে।

8.. জানিনা আমি কাশফুল বাগান ভুলে যেতে পারব কিনা, কেননা কাশবন ছিল আমার প্রেমের প্রথম সংবর্ধনা.

আরো দেখুন

Related Articles

Back to top button